ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদের জামাতে আসার জন্য ২ জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস

ঈদের জামাতে আসার জন্য ২ জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ রেলওয়ে ২ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে। জানা যায়, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে এশিয়ার বৃহত্তম ঈদগাহের জামাতে শরিক হওয়ার জন্য জেলার আশপাশের এলাকার মুসুল্লিদের চলাচলের সুবিধার জন্য ২ জোড়া ঈদগাহ স্পেশাল ট্রেন ঠাকুরগাঁও ও পার্বতীপুর থেকে চলাচলের ঘোষণা দিয়েছেন। ঈদের দিন ভোর ৫টায় ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেন দিনাজপুর স্টেশনে পৌঁছাবে সকাল সোয়া ৭টায়। আবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর থেকে ছেড়ে দেয়া ট্রেনটি ঠাকুরগাঁও স্টেশনে পৌঁছাবে বেলা সাড়ে ১১টায়। এই রুটে শিবগঞ্জ, পীরগঞ্জ, সেতাবগঞ্জ, মঙ্গলপুর ও কাঞ্চন রেলস্টেশনে যাত্রা বিরতি করা হবে।

এদিকে ঈদের দিন সকাল ৭টায় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ঈদ স্পেশল ট্রেনটি দিনাজপুর স্টেশনে পৌঁছাবে সকাল পৌনে ৮টায় আর দিনাজপুর থেকে সকাল সোয়া ৯টায় ট্রেনটি ছেড়ে পার্বতীপুরে পৌঁছাবে সকাল ১০টায়। ট্রেনটি মন্মথপুর, চিরিরবন্দর ও কাউগাঁ স্টেশনে যাত্রা বিরতী করবে। দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী সাহেব ঈদের জামাতে ইমামতি করবেন। জেলা প্রশাসক শাকিল আহমেদ ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মুসুল্লিদের এই বৃহত্তম ঈদের জামাতে শরিক হওয়ার জন্য আহবান জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত