ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভ্যানচালক হাসেম হত্যা

প্রতিবাদে মানববন্ধন

প্রতিবাদে মানববন্ধন

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভ্যানচালক হাসেম আলী হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার দরগ্রাম সাটুরিয়া সড়কের গাছবাড়িতে এ কর্মসূচি করে তারা। মানববন্ধন থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করা হয়। গত ২৩ জুন দরগ্রাম ইউনিয়নের গাছবাড়ির বাসিন্দা ভ্যান চালক মো. হাসেম আলী সন্ধ্যায় দরগ্রাম বাজারে চা পান করে বাড়ি ফিরছিল। ওইদিন রাতে তাকে হত্যা করে পাটক্ষেতে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা। পরের দিন শনিবার ২৪ জুন তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত হাসেম আলীর ছেলে নুরুল ইসলাম সাটুরিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী আব্দুল জলিল ও ওসমান গনিকে আটক করা হয়। আটক করা হয় হাসেমের স্ত্রী সুফিয়া আক্তারকেও। দরগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য সামাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউপি সদস্য মো. আজাহার উদ্দিন, ভ্যান চালক সমিতির সভাপতি মো. পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, হাসেমের স্ত্রীর সঙ্গে যাদের পরকীয়া ছিল, তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল সোমবার আদালতে হাজির করে ম্যাজিস্ট্রেট কোর্টে জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত