ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

লিফটে নেমে গরু গেল হাটে

লিফটে নেমে গরু গেল হাটে

যশোরের কেশবপুরে বসতবাড়ির তৃতীয় তলার ছাদে পালন করা গরু ‘লিফটে’ নামিয়ে নেয়া হলো কোরবানির পশুহাটে। গত সোমবার ছাদে পালন করা ১২টি গরুকে একে একে লিফটে নামানো হয়। এ দৃশ্য দেখার জন্য ভিড় জমে পৌরসভার ভোগতী মাঠপাড়া এলাকার বাসিন্দা খামারি নজরুল ইসলামের বাড়িতে। নিজস্ব পদ্ধতিতে তৈরি লিফটে নামানো হচ্ছে গরু, এ খবর মুহূর্তে এলাকায় জানাজানি হলে শত শত মানুষ একনজর দেখার জন্য হাজির হন ওই বাড়িতে। ছাদে গরু পালনের জন্য স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি ব্যতিক্রম। নজরুল ইসলাম পেশায় একজন ব্যবসায়ী। ছয় শতক জমির উপর তার বসতবাড়ি। শখ ছিল গরু পালনের। শহর এলাকায় জমির দাম বেশি হওয়ায় ও নিরাপত্তার কথা চিন্তা করে বসতবাড়ির ছাদে গরুর খামার করার পরিকল্পনা নেন। ১ হাজার ৫০০ বর্গফুট ছাদের চারপাশে দেন লোহার রেলিং। অর্ধেক দেওয়াল করে নেটের মাধ্যমে ঘিরেছেন চারপাশ। উপরে রয়েছে টিনের ছাউনি। ১২টি গরু পালনের জন্য রয়েছে পৃথক খাবারের পাত্র। এছাড়া তাপমাত্রা সহনশীল রাখতে গরুর জন্য ফ্যানের ব্যবস্থাও করা হয়েছে। ভবনের সামনের অংশে নিজস্ব পদ্ধতিতে লোহার পাত, বেয়ারিং, চেইন, কাঠের পাটাতন ও মোটরের সাহায্যে লিফট তৈরি করেন। মোটর চালু করে ভেতরের কাঠের পাটাতনে গরু রেখে ওঠানামা করানো হয়। মোটরের সাহায্যে ওই লিফট দিয়ে একটি গরু তিনতলা থেকে নামাতে সময় লাগে ২ মিনিট ২০ সেকেন্ড।

খামারি নজরুল ইসলাম বলেন, বসতবাড়ির তৃতীয় তলার ছাদে পালন করা ১২টি গরু গত সোমবার সকালে লিফটের মাধ্যমে একটি একটি করে নামানো হয়। লিফট থেকে গরু ট্রাকে নিয়ে কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে পার্শ¦বর্তী খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল পশুহাটে নেয়া হয়েছে। প্রতিটি গরুর ওজন আনুমানিক ৫ থেকে ৬ মণ। একেকটি গরু দেড় থেকে দুই লাখ টাকা করে বিক্রি করার আশা রয়েছে। যশোর জেলার ভেতর তিন তলা ভবনের ছাদে গরুর খামার আমারটিই প্রথম। তিনি আরো বলেন, এলাকায় প্রায়ই গরু চুরির ঘটনা ঘটে। সে আতঙ্ক থেকে তিনি ছাদের উপর খামার করেছেন। চোরের হাত থেকে রক্ষা পেতে- তিনতলা ভবনের ছাদ, তার গরু পালনের জন্য নিরাপদ বলেও জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত