ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

উপলক্ষ্য ঈদুল আজহা

পাঁচ দিন ছুটি ভোমরা স্থলবন্দর

পাঁচ দিন ছুটি ভোমরা স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার থেকে টানা পাঁচ দিনের ছুটির কবলে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। এ সময়ে বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। আগামী ১ জুলাই শনিবার পর্যন্ত আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে এ বন্দরের। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২ জুলাই রোববার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানি কার্যক্রম। ভোমরা বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সব সংগঠন এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের পর বিষয়টি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্ব সম্মতিক্রমে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্থলবন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো অ্যাসোসিয়েশনের যৌথভাবে সর্ব সম্মতিক্রমে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও ভোমরা স্থলবন্দর শুল্ক স্টেশনের কার্যক্রম যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী চলবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত