ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নীলফামারীতে ছাগলের চামড়া নিয়ে বিপাকে

নীলফামারীতে ছাগলের চামড়া নিয়ে বিপাকে

রিকশায় ছাগলের চামড়া বাজারে এনে বিপাকে পড়েছে বিক্রেতা রউফুল। কেউই নিচ্ছে না ছাগলের চামড়া, তার ওপর চামড়া দিয়ে উল্টো টাকা দিতে হচ্ছে চামড়া পুঁতে ফেলতে। এবার সরকারিভাবে গরুর চামড়া স্কয়ার ফিট ৪৫ টাকা নির্ধারণ করায় চামড়া ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে চামড়া ক্রয়ে। নীলফামারীর পুরোনো এলাকাগুলো আবার সরগরম হয়েছে। এরমধ্যে বড়বাজার এলাকার শাকামাছা হাট ট্রাফিক মোড়, দারোয়ানি টেক্সটাইল বাজার, ডিমলা বাবুরহাট। শাকামাছা হাটের চামড়া ব্যবসায়ী শামিনুর হোসেন বলেন দীর্ঘদিন পর আবারো চামড়া ক্রয় শুরু হয়েছে। বড় গরু ৮০০ থেকে ১ হাজার, মাঝারি গরু ৫০০ থেকে ৭০০, আর নিম্ন ৩০০ থেকে ৫০০ টাকা। আর ছাগলের কোনো মূল্য নির্ধারণ না হওয়ায় এর কোনো দাম নেই। এদিকে রংপুরের তারাগঞ্জের ব্যবসায়ী আইনুল হক জানান, দীর্ঘদিন দিন পর ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, অনেক বেকার আবার কর্মমুখী হয়েছে, কিন্তু শোনা যাচ্ছে ইন্ডিয়ার চামড়া চোরাপথে তিস্তা হয়ে ঢুকছে। এটা যদি প্রতিরোধ করা না যায়, তাহলে আবার ধস নামার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম আলোকিত বাংলাদেশকে বলেন, যেভাবে ভারতীয় গরু আমরা ঢুকতে দেইনি ঠিক সেইভাবে কোনো ভারতীয় চামড়া ঢুকতে দেব না, যদি এ বিষয়ে কারোর কোনো কিছু জানা থাকে তাহলে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত