ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় কোরবানির মাংস বিক্রির অস্থায়ী বাজার

বগুড়ায় কোরবানির মাংস বিক্রির অস্থায়ী বাজার

গত বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের বিভিন্ন স্থানে বসেছিল কোরবানির মাংস বিক্রির অস্থায়ী বাজার। গ্রাম থেকে শহরে এসে পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি ঘুরে সংগ্রহ করা মাংস বিক্রি হয় এই বাজারে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের অনেক সদস্যই এই অস্থায়ী বাজার থেকে মাংস কিনে থাকেন। এছাড়াও কতিপয় হোটেল ব্যবসায়ী ও ফুটপাতে কাবাব বিক্রেতারা এখান থেকে মাংস কিনেছেন। বগুড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সাতমাথা, রেলস্টেশন, থানার মোড়, এসপি ব্রিজ বউ বাজার, কলোনি, চারমাথা, বনানী ছাড়াও বিভিন্ন এলাকায় লোকজন ব্যাগে করে মাংস এনে বিক্রির জন্য সমবেত হচ্ছেন। কেউ বিক্রেতার কাছ থেকে সরাসরি কিনছেন কেউ বা আবার ৬০০ টাকা থেকে ৬৫০ টাকা কেজি দরে কিনে নিয়ে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। বগুড়া রেলস্টেশনে মাংস কিনতে আসা এক গৃহিণী বলেন, আর্থিক অনটনের কারণে বাড়িতে কোরবানি দিতে পারেননি। মেয়ে-জামাইয়ের বাড়িতে মাংস পাঠাতে হবে। তার স্বামী লোক লজ্জায় স্টেশনে মাংস কিনতে আসবেন না। তাই বাধ্য হয়ে বোরকা পরে তিনি নিজেই এসেছেন। ৭০০ টাকা কেজি দরে তিনি ৬ কেজি মাংস কিনেছেন। রেলস্টেশনে মাংস বিক্রি করতে বসেছেন সোনাতলা উপজেলার হরিখালি গ্রাম থেকে আসা মিঠু মিয়া। তিনি বলেন, দুপুর একটা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের বিভিন্ন পাড়ামহল্লা ঘুরে মাংস পেয়েছেন তিন কেজি। ৬৫০ টাকা দরে সেই মাংস বিক্রি করেছেন। এরপর বাড়তি লাভের আশায় আরো ৫ কেজি মাংস কিনেছেন বিক্রি করার জন্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত