উৎসবমুখর পরিবেশে কাটল এতিম শিশুদের ঈদ

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

কেউ নাচছে গানের তালে তালে। কেউ বা আবার গান গাইছে নিজের সুরে। অনেকেই দৌড়ে বেড়াচ্ছে মাঠজুড়ে। বাবা-মাহীন এসব এতিম শিশুদের আনন্দ ও কোলাহলে ঈদের দিন সকাল থেকেই মুখর হয়ে উঠেছে টুঙ্গিপাড়া উপজেলার শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রটি। সারাদিন চলে শিশুদের এই আনন্দ উৎসব। এভাবেই তারা উদযাপন করে ঈদের আনন্দ। এছাড়া পবিত্র কোরবানি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বাসন কেন্দ্রে এতিম শিশুদের জন্য একটি গরু উপহার দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রদত্ত এই গরু এতিম শিশুদের আনন্দ বাড়িয়েছে বহুগুণ। ঈদের আগের দিন রাতে কোরবানির গরুটি যখন শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ঢোকে, তখন সেটি দেখতে ভিড় জমায় শিশুরা। জানা যায়, অন্যসব শিশুদের মতোই ঈদের দিনটি খুশির বার্তা নিয়ে এসেছে এসব এতিম শিশুদের মধ্যে। কিন্তু যাদের চার দেয়ালের মধ্যে কাটে বছরের পুরোটি সময়, সেইসব বাবা-মাহীন শিশুদের নিষ্পাপ মুখ বাঁধভাঙা উল্লাসে রঙিন হয়ে ওঠে ঈদের এই দিনটি। কারো বাবা নেই, কারো মা নেই কেন্দ্রটিতে এমন শিশু রয়েছে প্রায় ৩০০। অন্যসব শিশুদের মতোই ঈদের দিন সকালে ঘুম থেকে ওঠার পর শিশুদের গোসল করিয়ে পড়িয়ে দেওয়া হয় নানা রঙের বাহারি পোশাক। এরপর বাঙালির চিরায়ত নিয়ম মেনে দেওয়া হয় সেমাই ও খিচুড়ি। এরপর শিশুরা যোগ দেয় সাংস্কৃতিক অনুষ্ঠানে।