ফেনী পৌরসভায় ৬ ঘণ্টার আগেই বর্জ্য অপসারণ

মেয়রকে সাধুবাদ এলাকাবাসীর

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফেনী প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য অপসারণে পূর্বঘোষিত ৬ ঘণ্টা আগেই বর্জ্য অপসারণে সফল হয়েছে ফেনী পৌরসভা। গত বৃহস্পতিবার দুপুর থেকে বৃষ্টির মধ্যে নিরলসভাবে কাজ করে চ্যালেঞ্জ বাস্তবায়ন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। ফেনী পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়া, পশ্চিম ডাক্তারপাড়া, পাঠান বাড়ি রোড শহরের সবচেয়ে জনবসতিপূর্ণ এ ওয়ার্ডে বেশি পশু জবাই হয়। তাই নির্দিষ্ট সময়ের আগেই কাজ শেষ করতে দেখা যায় পরিচ্ছন্নতাকর্মীদের। এছাড়া ১৮ নম্বর ওয়ার্ডে রামপুর পাটোয়ারী বাড়ি সড়ক, চৌধুরী বাড়ি সড়ক, সওদাগর বাড়ি সড়ক, মির্জা বাড়ি সড়ক, ৯ নম্বর ওয়ার্ডের শহীদ সেলিনা পারভিন সড়ক, নাজির রোড ও শান্তিধারা সরেজমিনে গিয়ে দেখা যায় বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে পরিচ্ছন্নকর্মীরা। তাদের লক্ষ্য মেয়রের দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই কাজ সমাপ্ত করা। ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা জানান, ফেনী পৌসভার ১৮টি ওয়ার্ডে পশু জবাইয়ের জন্য ৮১টি স্থান নির্ধারণ করা হয়ে ছিল। সেই নির্ধারিত স্থানগুলোতে পশু জবাই করা হয়েছে। এছাড়া বিভিন্ন পাড়া-মহল্লার বাসা-বাড়ির সামনে রাস্তায় পশু জবাই হয়েছে। সেই সব জবাইকৃত স্থান থেকে বর্জ্য সংগ্রহ করতে পরিচ্ছন্নকর্মীরা ট্রলি, রিক্সা ভ্যান ও ময়লা বহনকারী ট্রাকে করে নির্দিষ্ট ডাস্টবিন ও নির্ধারিত স্থানে ডাম্পিং করে। পরে বর্জ্যগুলো ট্রাকে করে দেওয়ানগঞ্জে ডাম্পিং করা হয়। পাশাপাশি যেসব স্থানে কোরবানি করা হয়েছে, সেই সব স্থান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও ব্লিচিং পাউডার ছিটিয়ে দূষণমুক্ত করা হয়েছে। বর্জ্য অপসারণে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফেনী পৌরসভার থেকে দেয়া ব্যাগ (বস্তা)। কোরবানির পর বর্জ্য রেখে দেওয়ায় সহজে পরিষ্কার করা দ্রুত সম্ভব হয়েছে বলে জানান পরিচ্ছন্নতাকর্মী রুহুল আমিন। ১০ নম্বর ওয়ার্ডের সুপারভাইজার নুর করিম জানান, মেয়র স্যারের দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই আমরা পুরো শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ করছি। মেয়র স্যার আমাদের ওপর ভরসা রেখেছে আমরা সন্ধ্যার আগে সেটি রেখেছি। ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জামশেদ আলম, আবুল কাশেম, মোরশেদ আলম জানান, কোরবানি হয়েছে সেটি বোঝা অসম্ভব। কোথাও কোনো ধরনের ময়লা-আবর্জনা নেই। পুরো পাড়া পরিষ্কার-পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত রয়েছে। ধন্যবাদ জানান মেয়রকে। বর্জ্য অপসারণে ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়া জানান, আমার প্রতিশ্রুতি ছিল ৬ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা। পৌরবাসীর সহযোগিতায় ৬ ঘণ্টা আগে সেই প্রতিশ্রুতি আমি পূরণ করেছি। প্রতিশ্রুতি পূরণে যারা আমাকে সহযোগিতা করেছে, তারা হলো পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।