কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর ১২টি ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১২টি ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বর ও সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। এ সময় কোটালীপাড়া উপজেলা প্রকৌশলী মো. সফিকুল আজম, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা, মুক্তিযোদ্ধা সহদেব বৈদ্যসহ দুই ইউনিয়নের মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান, বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটালীপাড়া উপজেলার ভাঙারহাট আলিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উপজেলা পরিষদের অর্থায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৬০ লাখ টাকা ব্যয়ে এই ১২টি ম্যুরাল নির্মাণের কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কলাবাড়ি ও সাদুল্লাপুর ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দ্রুত মোট ৩টি ম্যুরাল নির্মাণ কাজ সমাপ্ত হচ্ছে। নির্মাণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব ম্যুরালের উদ্বোধন করার কথা রয়েছে। আরো ৯টি ম্যুরালের নির্মাণ কাজ চলমান রয়েছে। উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি বাংলাদেশের মহান স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি অমর করে রাখতে, কোটালীপাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে ১২টি ম্যুরাল নির্মাণ করছি।