একদিনেই শেষ ৪০ দিনের কাজ!

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের ৪০ দিনের কাজ একদিনেই শেষ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর রেনেসা কিন্ডারগার্টেন স্কুল থেকে তাহের মাস্টারের বাড়ি পর্যন্ত সংস্কারকাজে এ ঘটনা ঘটে। প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য শেখ রফিক মিয়া ১০ জন শ্রমিক দিয়ে রাস্তার ১০ ফুট অংশে মাত্র একদিন কাজ করিয়েছেন। আরো ৩৯ দিন কাজ না করিয়েই তিনি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ৪০ দিনের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় রেনেসা কিন্ডারগার্টেন স্কুল থেকে তাহের মাস্টারের বাড়ি পর্যন্ত সড়কটির জন্য ৪ লাখ ৪৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এতে ৫০ জন শ্রমিক কাজ করার কথা ছিল। ১০ জুন কাজের শেষ দিন ছিল। ১০ জন শ্রমিক দিয়ে মাত্র ১০ ফুট সংস্কার করানো হয়েছে। এক দিনেই ৪০ দিনের কাজ শেষ করে দেওয়া হয়েছে। শ্রমিকদের টাকা তাদের বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প সভাপতি ও দরবেশপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শেখ রফিক মিয়া নিজেই বিকাশ থেকে ওই টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ কাজে স্থানীয়রা অনিয়মের অভিযোগ তুললেও টাকা উত্তোলন করে নিয়ে গেছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে’র যোগসাজস ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ দেওয়া হয়।