ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গাছ আমাদের অকৃত্রিম বন্ধু

বললেন পলক
গাছ আমাদের অকৃত্রিম বন্ধু

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। পৃথিবীতে গাছ না থাকলে কেউ বেঁচে থাকতে পারবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়। প্রধানমন্ত্রীও আমাদের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ১ ইঞ্চি জমি ও অনাবাদি না রাখার জন্য প্রধানমন্ত্রী সবাইকে বলেছেন। তিনি পশু কোরবানির সঙ্গে নিজেদের পশুত্ব কোরবানি করার আহ্বান জানান। বৈশ্বিক তাপমাত্রা কমাতে গাছ লাগানোর বিকল্প নেই। গাছের ছায়া আমাদের পরম পাওয়া। যেখানে গাছ কম, সেখানে গরম বেশি। বিশ্বের তাপমাত্রা বেড়ে গেলে বরফ গলে সমুদ্র তীরবর্তী মানুষ আশঙ্কায় পড়ে যাবে। দুঃসময় গাছ অর্থনৈতিক সম্পদে পরিণত হয়। তিনি আরো বলেন, ২০০৮ সালে আমি সিংড়া উপজেলায় ১০ লাখ গাছ লাগানো শুরু করেছিলাম। চলনবিলে ৫ শতাংশ গাছ ছিলো। আমার উদ্যোগ এবং সবার সহযোগিতায় সব শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ সব জায়গায় গাছ লাগানো ও চারা বিতরণ কর্মসূচি শুরু করেছিলাম। নাটোরের সিংড়ায় গত বুধবার সিংড়া পৌর এলাকার শান্তি নিবাস ও হাইটেক পার্ক এলাকায় ১ লাখ চারা বিতরণ শুরু করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার পুত্র অপূর্ব জুনায়েদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ, সাধারণ সম্পাদক জুনায়েদ সৈকতসহ আরো অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত