পীরগঞ্জে শরিফুল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে শরিফুল ইসলামকে পিটিয়ে হত্যার ১০ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি। তাই হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বৃষ্টিকে উপেক্ষা করে বাঁচাও পীরগঞ্জের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী লুমুম্বা লুমু, নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফিরোজ কবীর নিয়ন, সোশ্যাল মিডিয়ায় পীরগঞ্জের সব চাইতে বড় গ্রুপ নেটওয়ার্ক নলেজ সিস্টেম এনকেএসের অ্যাডমিন মাকছুদার রহমান রবু, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক রুমানা জামান তপা, নিহত শরিফুলের গর্ভধারিণী মা আরেফো বেগম, সহধর্মিণী জেলেখা বেগম ইতি, নানী সুরমেলী, মামা সাইফুল, সুজন প্রমুখ। বাঁচাও পীরগঞ্জের ব্যানারে অবস্থান ও প্রতিবাদ সমাবেশে বক্তারা হত্যাকাণ্ডে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারসহ ন্যায় বিচারের দাবি জানান।

গত ২২ জুন বিকেলে পীরগঞ্জ উপজেলা সদরের বড়বিলা স্লুইসগেট নামক স্থানে সাদুল্যাপুর উপজেলার ফরিদপুর নাকরি গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। শরিফুল ইসলাম নামের এক দর্শনার্থীকে তুচ্ছ ঘটনায় স্থানীয় কয়েক যুবক দিনের বেলায় পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় মামলা ও মরদেহের ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।