পুকুরে গ্যাস বড়ি দিয়ে মাছ নষ্ট

প্রকাশ : ০৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় রাতের আঁধারে পুকুরে গ্যাসের বড়ি দিয়ে নজরুল ইসলাম নামে এক চাষির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ওই মাছ চাষির প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাটইল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, পৈতৃক সূত্রে পাওয়া ২৪ শতাংশ পরিমাণ পুকুরের মালিক হয়ে দীর্ঘদিন থেকে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন মাছ চাষি নজরুল ইসলাম। গত ২৯ জুন (বৃহস্পতিবার) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ক্ষতি করার উদ্দেশ্যে পুকুরে গ্যাসের বড়ি প্রয়োগ করে।

পরদিন সকাল থেকে রুই, মৃগেল, কাতলা ও জাপানিসহ বিভিন্ন জাতের মাছ ভেসে উঠতে থাকে। ভুক্তভোগী নজরুল ইসলাম বলেন, বাড়ি থেকে কিছু দূরে পুকুর। পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে দীর্ঘদিন থেকে মাছ চাষ করে আসছি। ২৯ জুন বিকেল ৫টার দিকে পুকুর দেখে বাড়ি চলে আসি। পরদিন সকালে পুকুরে মাছ মরে ভেসে ওঠা দেখে প্রতিবেশীরা খবর দেয়। খবর পেয়ে পুকুরে গিয়ে দেখি রুই, মৃগেল, কাতলা, জাপানিসহ বিভিন্ন জাতের মাছ মরে ভেসে উঠেছে। এতে ১০-১২ মণ মাছ মারা গেছে। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

দুর্বৃত্তরা রাতের অন্ধকারে আমার ক্ষতি করতে পুকুরে গ্যাস বড়ি দিয়েছে। এ ঘটনায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছি। যারা এ ক্ষতি করেছে, তাদের বিচার দাবি করছি। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।