ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিরল প্রজাতির মদনটাক উদ্ধার

বিরল প্রজাতির মদনটাক উদ্ধার

জয়পুরহাট থেকে ম্যারাবু মদনটাক নামের একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছেন রফিকুল ইসলাম রকি নামে স্থানীয় এক তরুণ। গত শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চকউজাল গ্রামের মাঠ থেকে পাখিটি উদ্ধার করা হয়। রফিকুল ইসলাম রকি বলেন, মাঠে গরু চরানোর সময় দেখতে পাই যে পাখি উড়তে পারছে না। তখন আমি আশিক ও বিদ্যুৎ নামে আরো দুজন বন্ধুকে ডেকে পাখিটিকে উদ্ধার করে বাসায় নিয়ে আসি। বাসায় আনার পর আশপাশের এলাকা থেকে অনেকেই পাখিটিকে একনজর দেখার জন্য ভিড় করছেন। বন্য প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সভাপতি ও জয়পুরহাট কানাইপুকুর পাখি কলোনির সভাপতি মোহসিনা বেগম আমরা বেলা ১১টার দিকে জানতে পারি যে জয়পুরহাটের চকবরকত এলাকায় অসুস্থ অবস্থায় একটি বিরল প্রজাতির পাখি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত