চাঁদপুরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৭০০ টাকায়

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের বাজারে কাঁচা মরিচের দাম এখন ৭০০ টাকা কেজি। তাও বিক্রি হচ্ছে গোপনে। প্রকাশ্যে অপরিচিত কারো কাছে কাঁচামরিচ বিক্রি করছেন না বিক্রেতারা। বিক্রেতার কাছে ক্রেতা পরিচিত হলে প্রশাসনের জরিমানা থেকে বাঁচতে বলা হয় কতটুকু লাগবে। ক্রেতার যতটুকু দরকার সে পরিমাণ কাঁচামরিচ অন্যস্থান থেকে এনে দেয়া হয়। চাঁদপুর সদর, হাজিগঞ্জ, ফরিদগঞ্জ, কচুয়া, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচর উপজেলার বিভিন্ন হাট ও বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৭০০ টাকা দরে বিক্রি করছে সবজি বিক্রেতারা। যার ফলে এ জেলার নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা তাদের নিত্যদিনের চাহিদা পূরণে কাঁচামরিচ ক্রয় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গত রোববার জেলার বিভিন্ন হাট ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাহিদার তুলনায় কাঁচামরিচের উৎপাদন কম। এছাড়াও বৃষ্টির কারণে কাঁচামরিচ পচে যাওয়ায় দাম অনেকগুন বেড়েছে। জুন মাসের প্রথম সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০ টাকা দরে। জুনের মাঝামাঝি ছিল ১৬০ টাকা প্রতি কেজি।

গত প্রায় ১ সপ্তাহ পূর্বে বাজারের আড়তগুলোতে পাইকারি ২০০ টাকা দরে ও খোলা বাজারে খুচরা ২২০ টাকা দরে কাঁচামরিচ বিক্রি হয়েছে। সেটা এখন লাফিয়ে লাফিয়ে ৯০০ টাকা পর্যন্ত হয়।