ডিমলায় ইউপি নির্বাচন প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

নীলফামারীর ডিমলায় আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটের পাল্লা ভারী করতে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এতে চায়ের স্টল থেকে হাটবাজার- সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সরেজমিন উপজেলার খগা খড়িবাড়ী, গয়াবাড়ী, টেপা খড়িবাড়ী তিন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, রাস্তাঘাট, হাটবাজারসহ বিভিন্ন স্থান পোস্টারে ছেয়ে গেছে। ভোটারদের আকৃষ্ট করতে বাজছে নির্বাচনি নানান সঙ্গীতও। ডিমলা তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে খগা খড়িবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম লিথন (চশমা), আনোয়ার হোসেন (মোটরসাইকেল), মো. রফিকুল ইসলাম (আনারস)। টেপা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ময়নুল হক (চশমা), মো. আফছার আলী (মোটরসাইকেল), মো. রবিউল ইসলাম শাহিন (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদ (টেবিল ফ্যান)। গয়াবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. সামছুল হক (অটোরিকশা), মো. শরীফ ইবনে ফায়সাল মুন (আনারস), মো. আনোয়ারুল হক (ঘোড়া), মো. কামরুজ্জামান (চশমা), মো. রুকুনুজ্জামান (মোটরসাইকেল), মো. লুৎফর রহমান (টেবিল ফ্যান)।

খগা খড়িবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম লিথন বলেন, ‘আমি পর পর দুইবার চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। বিগত বছরগুলোতেও ইউনিয়নবাসীর পাশে ছিলাম। সুখে-দুঃখে, আপদে-বিপদে এলাকার জনগন সবসময় আমাকে পাশে পেয়েছে। এলাকার উন্নয়ণ আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করেছি। এই নির্বাচনেও যদি এলাকার মানুষ আমাকে নির্বাচিত করে তবে আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারব। আমি বিশ্বাস করি, গত নির্বাচনেও এলাকার মানুষ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছেন এবারও নির্বাচিত করবেন।’ টেপা খড়িবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ময়নুল হক বলেন, ‘আমি নির্বাচনে জয়ী হলে প্রত্যন্ত গ্রামে রাস্তাঘাট, কালভাট নির্মাণ করব। ইতোপূর্বে করোনাভাইরাসের সময় অনেক কাজ করেছি। উন্নয়নে সব সময় আমি নিজেকে নিয়োজিত রেখেছি। এলাকার মানুষের উন্নয়নে আগামীতেও কাজ করে যাব।’ টেপা খড়িবাড়ী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম রফিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়েছে। নৌকা প্রতীকে আমি নির্বাচনে জয়ী হলে এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার সুযোগ পাব বলে জানান।