সাত দিন ধরে খবর নেই শিক্ষা অফিসারের!

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ঈদুল আজহার সরকারি ছুটি শেষে সরকারি অফিসের কার্যক্রম শুরু হয়েছে গত রোববার থেকে। অথচ সেই দিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন কার্যদিবস এবং ঈদের আগের চার কর্মদিবস অফিস করেননি পটুয়াখালীর বাউফল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাজমুল হক। তিনি সাত দিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও তার অবস্থান নিশ্চিত করতে পারেননি। একরকম তিনি নিখোঁজ রয়েছেন। অফিসের কারো সাথেই তার কোনো যোগাযোগ নেই। এমনকি তিনি ফোন পর্যন্ত ধরছেন না। গতকাল দুপুরে সরেজমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অফিসের একাডেমিক সুপার ভাইজার নুরনবী, হিসাব রক্ষক মো. জাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকলেও মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হকের দেখা মেলেনি। তার কক্ষ তালাবাদ্ধ অবস্থায় দেখা যায়। এ সময় মাধ্যমিক শিক্ষা অফিসার কোথায় আছেন অফিসের হিসাবরক্ষক জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্যার ছুটিতে আছেন বলে আমি জানি। নাম প্রকাশে অনিচ্ছুক ওই অফিসের এক কর্মচারী বলেন, মাধ্যমিক স্যার ঈদের আগের চার দিন অফিস করেননি। আবার ঈদের পর তিন দিন পর্যন্ত অফিসে আসেননি। উনি ছুটিতে আছেন কি না তাও জানি না। তিনি আরো বলেন, তিনি নিয়মিত অফিস করেন না। তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বাকি দিনগুলো অনুপস্থিত থাকেন। আবার যে দুই দিন উপস্থিত থাকেন, সে দুই দিনের অধিকাংশ কাজও বাসায় বসে করে থাকেন।