ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পদ্মা সেতুর কারণে ঈদকেন্দ্রিক পর্যটনে প্রাণের সঞ্চার

পদ্মা সেতুর কারণে ঈদকেন্দ্রিক পর্যটনে প্রাণের সঞ্চার

ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিবছরই মানুষের ভিড় নামে পর্যটন এলাকায়। এবার সেই ঈদকে ঘিরে পর্যটনে সব সমীকরণ পাল্টে দিয়েছে পদ্মা সেতু। ঈদুল আজহা উদযাপন শেষে পদ্মা পাড়ে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের মেলায় পরিণত হয়েছে। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতু, মাওয়া মৎস্য আড়ত পদ্মা পাড়ে, মাওয়া পুরাতন ঘাট, শিমুলিয়া ঘাট, পুরাতন থানা মাঠ, মৃধা বাড়ি ও শামুড়বাড়িতে এ দৃশ্য দেখা যায়। এসব পর্যটন কেন্দে পরিবার-পরিজন নিয়ে উৎসবে মেতে ওঠেন তারা। ভ্রমণপ্রেমীদের জন্য হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট গড়ে উঠছে পদ্মার দুই পাড়েই। এতে এসব স্থানে কর্মসংস্থান তৈরি হয়েছে। পদ্মাপাড়ে এসে খোলা বাতাসে সময় কাটাচ্ছেন ভ্রমণ পিপাসুরা। সেই সঙ্গে শিমুলিয়া ঘাটে বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ঢাকাসহ বিভিন্ন স্থানের মানুষ এতে ভিড় করেন। ঘাটসংলগ্ন বিভিন্ন নান্দনিক রেস্তোরাঁয় পছন্দ ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, বেগুন ভাজাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খান তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত