সাঁথিয়ায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া সদরের কানাগলিতে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও অ্যাসিস্ট্যান্স ফর সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটি (আশনা)’র বাস্তবায়নে সাঁথিয়া চক্ষু হাসপাতালে বিনা মূল্যে ২২ রোগীর চোখের ছানি অপারেশন ও চশমা বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দাতা সংস্থা জার্মানির রিসার্চ ওয়াটার অ্যান্ড এনভায়রমেন্ট হেলথকেয়ার একাডেমির ম্যানেজার নূর নীগার সুলতানা হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় তিনি ছানি অপারেশন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং পরবর্তী করণীয় সম্বন্ধে পরামর্শ দেন। তিনি যে কোনো প্রয়োজনে হাসপাতালে এসে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। এ সময় পল্লী একটা উনয়ন সংস্থার (রুডো)’র প্রধান নির্বাহী পরিচালক শামীম রেজা, রুডো’র প্রতিনিধি খন্দকার লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিদায়ি ছানি অপারেশন রোগীদের মধ্যে চশমা বিতরণ-পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি মানিক মিয়া রানা।

এ সময় বিশেষ অতিথি হেলথকেয়ার ম্যানেজার নূর নীগার সুলতানা বলেন, আমি বাংলাদেশে ওয়াটার অ্যান্ড হেলথ ডেভেলপমেন্ট নিয়ে এলাকার কমিউনিটি পিপলসদের মধ্যে তাদের স্বাস্থ্য নিয়ে কাজ করতে এসেছি। এখানকার পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করব। তিনি আরো বলেন, এসব বিষয়গুলো নিয়ে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সুশীল সমাজের লোকজনদের নিয়ে মতবিনিময় করব। শেষে অতিথিরা ২২ জন ছানী অপারেশন রোগীকে প্রেসক্রিপশন ও চশমা বিতরণ করেন। গত সোমবার পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও অ্যাসিস্ট্যান্স ফর সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড অ্যাক্টিভিটিসের বাস্তবায়নে সাঁথিয়া চক্ষু হাসপাতালে বিনা মূল্যে ২২ রোগীর চোখের ছানি অপারেশনের কাজ উদ্বোধন করেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।