ধামইরহাটে বিদেশি মদসহ গ্রেপ্তার এক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে বিদেশি মদসহ নজরুল ইসলাম ওরুফে বুদা নামে এক মাদক ব্যবসায়ীকের গ্রপ্তার করেছে র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর চকরহমত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। র‌্যাব-৫ জয়পুরহাট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে ধামইরহাট উপজেলার উত্তর চকরহমত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেড় লিটার বিদেশি মদসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় বিদেশি মদ অবৈধভাবে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন।