ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁও থেকে ইউরোপে আম রপ্তানি উদ্বোধন

ঠাকুরগাঁও থেকে ইউরোপে আম রপ্তানি উদ্বোধন

রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ের উৎপাদিত আম ইউরোপে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আম রপ্তানির কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন- ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, প্রকল্প পরিচালক আরিফুর রহমানসহ জেলার বিভিন্ন আম বাগানের মালিকরা। রপ্তানিকারকরা জানায়, ঠাকুরগাঁও থেকে তারা আম্রপালি, বারি ৪, বানানা আম রপ্তানির জন্য সংগ্রহ করবেন। প্রথমদিন ৫০০ কেজি আম রপ্তানির জন্য ক্রয় করে নেয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের আম রপ্তানিযোগ্য বলে জানান রপ্তানিকারকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত