ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মাধবপুরে দেড় হাজার নলকূপ স্থাপনে বিলম্ব

মাধবপুরে দেড় হাজার নলকূপ স্থাপনে বিলম্ব

হবিগঞ্জের মাধবপুরে দেড় হাজারের অধিক পরিবারের মধ্যে নলকূপ স্থাপনে ঠিকাদার গড়িমসি করছে। প্রকল্পের ৭ মাস পেরিয়ে গেলেও মাত্র মাটির নিচে পাইপ বসানোর কাজ করা হয়েছে। পাইপ বসিয়ে ঠিকাদার কাজ বন্ধ করে দিয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ কাজ শেষ করতে ঠিকাদারকে বারবার তাগাদা দিলেও তারা গুরুত্ব দিচ্ছে না। জনস্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত অর্থবছরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া, জগদীশপুর, বুল্লা, চৌমুহনী, ছাতিয়াইন, বাঘাসুরা, বহরা, ধর্মঘর, আদাঐর ইউনিয়নে ৩৮টি কমিউনিটি বেইসড স্মল পাইপ ওয়াটার সাপ্লাইয়ের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়েছিল। এর আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে সুপেয় পানি সরবরাহের জন্য মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামে এক প্রতিষ্ঠান কাজ পায়। কিন্তু কাজের শুরুতেই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন গড়িমসি শুরু করে। মাধবপুরের ৩৮টির মধ্যে ২২টি নলকূপের পাইপ বসানো হয়েছে। কার্যাদেশ প্রাপ্তির ৭ মাসের অধিক সময় পার হলেও পাইপ বসানো ব্যতীত আর কোনো কাজ করা হয়নি। এ প্রকল্পের আদৌ সুফল আসবে কি না এ নিয়ে জনগণের মাঝে দুশ্চিন্তা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে নানা অজুহাত সৃষ্টি করেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী তাহমিনা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রকল্পের কাজ চলমান আছে এবং এ পর্যন্ত প্রায় ২৫ শতাংশ কাজ হয়েছে। বাকি কাজ শেষ করতে ঠিকাদারকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ৩৮টি নলকূপে সরকারি ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭২ লাখ টাকা প্রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত