ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্যামনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ

শ্যামনগরে কৃষকদের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ

কৃষিই সমৃদ্ধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নির্দেশনা “এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এই ধারা অব্যাহত রাখতে খরিপ প্রণোদনা ও পূনর্বাসন কর্মসূচির আওতায় শ্যামনগরের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে নারিকেল চারা বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় শ্যামনগর কৃষি সসম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে বিনামূল্য নারিকেল চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো: আসাদুজ্জামাণের সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। শ্যামনগর উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন (মিলন) প্রমূখ। পরে ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫০০ টি নারকেল চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত