ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে থেমে থেমে যানজট

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারণে সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গাস্থ ডরিনপাওয়ার পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কোথাও কোথাও ধীরগতিতে যানবাহন চলাচল করে। পুলিশ জানায়, এলেঙ্গা থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত চার লেন। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেন। চার লেনের যানবাহন যখন দুই লেনে প্রবেশ করে তখন ধীরগতি শুরু হয়। এরমধ্যে গত মঙ্গলবার মধ্যরাতে এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ায় তখন থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে প্রথমে ধীরগতি ও পরে থেমে থেমে যানজট সৃষ্টি হয়। গত বুধবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত সেতুর গোলচত্বর থেকে এলেঙ্গার ডরিনপাওয়ার কোম্পানি পর্যন্ত থেমে থেমে যানজট হয়। পুলিশি তৎপরতায় গতকাল বুধবার ১১টার পর থেকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান জানান, মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ ও চালকদের বেপরোয়া গাড়ি চালানো এবং এলেঙ্গায় একটি ট্রাক বিকল হওয়ায় যানজট হয়। বিকল ট্রাকটি সরিয়ে নেয়ার পর তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপরতা চালানোয় যান চলাচল স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত চার: টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে ধনবাড়ী উপজেলার ছাত্তারকান্দি নামক স্থানে গতকাল বুধবার সকালে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- সিএনজিচালিত অটোরিকশাচালক জামালপুর জেলার সরিসাবাড়ী উপজেলার দোয়াইল গ্রামের মজিবর মিয়ার ছেলে ওয়াজেদ মিয়া (৪২) ও যাত্রী একই উপজেলার পরগ্রাম এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে হালিম (৩২)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সিএনজিচালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে মধুপুরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের ছাত্তারকান্দিনামক স্থানে পৌঁছলে ঢাকাগামী জামালপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি বাসের ধাক্কায় পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাচালকসহ ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধনবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত