ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইর অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়, প্যাকেজিং ও বাজারজাতকরণের সনদ না থাকা এবং খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই ট্রেডমার্ক, মূল্য ও পণ্যের পরিমাণ উল্লেখ না থাকায় ফেনীর দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার ফেনী জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা অফিস কুমিল্লার সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা ও পূদম পুষ্প চাকমা। সূত্র জানায়, ফেনীর ট্রাঙ্ক রোডের জয় গোপাল দধি ভাণ্ডার পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (দধি) ও রসমালাই পণ্য উৎপাদন, মোড়কজাত ও বিক্রয় করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ম্যানেজার রাজু ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে বিএসটিআইর অনুমোদন ব্যতীত পণ্য বিক্রয়, পণ্য প্যাকেজিং ও বাজারজাতকরণের সনদ না থাকা, খাদ্যপণ্যের মোড়কে বিএসটিআই ট্রেডমার্ক, মূল্য ও পণ্যের পরিমাণ উল্লেখ না থাকায় বিএসটিআই আইন ২০১৮-এর ৩১ ধারা মোতাবেক ফেনীর মহিপালের নিউ ফুলকলি সুইটস অ্যান্ড কনফেকশনারির স্বত্বাধিকারী মো. কামাল হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত