ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ত্রিশালে লুটপাটের অভিযোগ

ত্রিশালে লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে মামলা প্রত্যাহার না করায় বাদীকে অনবরত হত্যার হুমকি, বাড়িঘর ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাদী গতকাল বুধবার ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়া পাড়া গ্রামে গত রোববার বেলা ১১টার দিকে মোছা. নাছিমা খাতুনের বসতঘরে হামলা চালিয়ে ও কুপিয়ে একই এলাকার হারুন মিয়া, নাঈম মিয়া, সোহেল মিয়া, রুবেল মিয়া ও বেদেনা খাতুন মিলে বসতঘর ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং হারুর মিয়া ঘরে থাকা গরু বিক্রয়ের নগদ ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যায়। তাছাড়াও বিবাদীরা ঘরের বেড়ায় থাকা একটি বিদ্যুতের মিটার নিয়ে যায়। বাদীর অভিযোগে আরো জানাযায়, বিবাদী হারুন আমাকে হত্যার উদ্দেশ্যে আমার মাথা লক্ষ্য করে কোপ দিলে আমি সামান্য সরে পড়ায় প্রাণে রক্ষা পাই। এ ব্যাপারে বাদী মোসা. নাছিমা খাতুন জানান, মামলা প্রত্যাহার না করিলে বিবাদীরা অনবরত প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাঈন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য- বাদী এবং বিবাদীদের মধ্যে জমিজমা বিরোধে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত