ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মধুখালীতে জমি দখলের অভিযোগ

মধুখালীতে জমি দখলের অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলার চরবাঁশপুর গ্রামে জহুর বিশ্বাসের পরিবারের দখলীয় সম্পত্তিতে আবাদকৃত পাট জোরপূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুধু পাট কাটাই নয়, জমিও জবরদখলের অপেচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই গ্রামের করিম খান গংয়ের বিরুদ্ধে। অভিযোগে জানা গেছে, চরমহিষাপুর গ্রামের করিম খান গং চরবাঁশপুর গ্রামের জহুর বিশ্বাসের ভোগদখলীয় জমি থেকে জোরপূর্বক পাট কেটে সম্পত্তি জবর দখলের অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে তারা মারামারি, হাঙামা সৃষ্টিসহ বিভিন্নভাবে পরিবারকে হয়রানি করছে বলেও অভিযোগ উঠছে। করিম খান গং লাঠিসোঁঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে পাটকাটার পাশাপাশি জমিতে পাহারা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। উল্লেখ, জহুর বিশ্বাসের সরকারি বন্দোবস্ত জমিটি মধুখালী থানার অন্তর্গত ১৫২ নং চর মহিষাপুর মৌজার ১/৬ নং খতিয়ানের ২০৫ নং দাগের ৩৯ শতাংশের মধ্যে ১৯ শতাংশ জমি। ভুক্তভোগী জহুর বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে আমি জমি চাষ করে আসছি, আমার বাড়ি দূরে হওয়ায় করিম খান, মিজান খান, পুকার মোল্যাসহ সাত-আটজন গত বুধবার ভোর ৬টার সময় আমার জমিতে এসে পাটকাটতে শুরু করে। আমি পাটকাটায় বাঁধা প্রদান করতে গেলে করিমসহ তার লোকজন আমাকে গালিগালাজ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া ও মারধর করার চেষ্টা করে, আমি আমার প্রাণ বাঁচাতে চলে আসি। এ ব্যাপারে আমি মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমার জমির আনুমানিক বাজার মূল্য ৬০ হাজার টাকা। এ ব্যাপারে অভিযুক্ত করিম খানের সঙ্গে কথা বললে তিনি বলেন, পাট কাটছি তাই কি হয়েছে। এ জমি আমার তাই পাট কাটছি। এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, শুনেছি পাটকাটা হয়েছে- তবে থানায় সাধারণ ডায়েরি করা হলেও আমি ডায়েরির কপি এখনো হাতে পায়নি, কপিটি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত