ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টিতে স্বস্তি পাট-আমন চাষে

বৃষ্টিতে স্বস্তি পাট-আমন চাষে

বগুড়ায় কয়েক দিনের টানা বৃষ্টিপাতে স্বস্তি ফিরছে কৃষকের মাঝে। তারা পাট এবং আমন চারা রোপণে নেমে পড়েছেন। তবে বৃষ্টিপাত আরো এক সপ্তাহ অব্যাহত থাকলে গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখছে সবজি চাষি ও সংশ্লিষ্টরা। আবহাওয়া বিভাগ বলছে, বৃষ্টিপাত আরো তিন থেকে চার দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, গত ২৯ জুন থেকে ৩ জুলাই গত সোমবার দুপুর ২টা পর্যন্ত বগুড়ায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৮১ দশমিক ৬ মিলিমিটার। এরই মধ্যে সোমবার দুপুর দুইটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৯ দশমিক ৬ মিলিমিটার।

নুরুল ইসলাম বলেন, আগামী তিন থেকে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফিরোজ খান জানান, এখন পর্যন্ত বৃষ্টিতে ফসলের কোনো ক্ষতি হয়নি। বরং আমন চাষের জন্য এবং জমিতে থাকা পাটের জন্য বৃষ্টিপাতে উপকার হচ্ছে। তিনি বলেন, আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকলে মাঠে থাকা মরিচ, ঢ্যাঁড়শ, চিচিঙ্গা, কাকরোল, পটোলসহ অন্যান্য গ্রীষ্মকালীন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হবে। সবজি ক্ষেতে বৃষ্টির পানি জমে থাকলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাঠ পর্যায়ে কৃষকে সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টির কারণে আমন চাষের জন্য সেচ মেশিন চালাতে হচ্ছে না। ধানক্ষেতে বৃষ্টির পানি জমে থাকায় তারা পুরোদমে আমন চারা রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত