মহিলা প্রশিক্ষণার্থীরা পেলেন সনদ ও ভাতার চেক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  পঞ্চগড় প্রতিনিধি

কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপিয়ারিং ও মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপিয়ারিং বিষয়ে মহিলা প্রশিক্ষণার্থীদের সনদ ও প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ ও চেক বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিন।

৪টি ব্যাচের ১২০ জন মহিলার প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ১২ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়। এ সময় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা একেএম ওয়াহিদুজ্জামান সম্রাট, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, মিনাল কম্পিউটার ট্রেনিং সেন্টারের সমন্বয়কারী আশরিফুন নাহার উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের অধীন মহিলা জেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় প্রত্যেক ব্যাচে ৩০ জন মহিলাকে উপরোক্ত বিষয়ে তিন মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।