ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জে হোটেল শ্রমিকের ওপর মালিকের হামলা

কালীগঞ্জে হোটেল শ্রমিকের ওপর মালিকের হামলা

পচা ছানা দিয়ে মিষ্টি তৈরি না করার অপরাধে শ্যামল অধিকারী নামের এক হোটেল শ্রমিককে দরজা বন্ধ করে বেধড়ক পিটিয়ে দুই হাত ও পা ভেঙে দিয়েছেন হোটেল মালিক। গত সোমবার রাতে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটচাঁদপুর রোডস্থ মদিনা হোটেলে এ ঘটনা ঘটে। হোটেল শ্রমিক শ্যামল অধিকারী উপজেলা কোলা গ্রামের মৃত হাজারী লাল অধিকারীর ছেলে। এ ঘটনায় অমানুষিকভাবে মারার সঠিক ও সুষ্ঠু বিচার দাবি করে মদিনা হোটেলের মালিক শহরের ঢাকালে পাড়ার দাউদ হোসেনের ছেলে হাসান ও ম্যানেজার মারুফের নাম উল্লেখ করে হোটেল শ্রমিক শ্যামল অধিকারীর স্ত্রী মালতি রানী অধিকারী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। মামলার বাদী ও লিখিত অভিযোগে জানা গেছে, গত সোমবার রাত অনুমানিক সাড়ে ৮টার সময় মিষ্টি বানাতে যান শ্যামল অধিকারী। এ সময় মিষ্টি বানানোর প্রধান উপকরণ দুধের ছানা পচে নষ্ট হওয়ায় বিষয়টি আমার স্বামী শ্রমিক শ্যামল অধিকারী হোটেল মালিক হাসানকে জানালে তিনি উক্ত পচা ছানা দিয়েই মিষ্টি বানানোর হুকুম প্রদান করেন। কিন্তু আমার স্বামী হোটেল শ্রমিক শ্যামল উক্ত পচা ছানা দিয়ে মিষ্টি বানাতে অস্বীকৃতি জানান। সে কারণে মালিক হাসান ও ম্যানেজার মারুফ ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে মিষ্টির কারখানার মধ্যে দরজা বন্ধ করে কাঠের চলা দিয়ে বেধড়ক মারধর করে। ফলে তার দুই হাত ভেঙে যায় এবং দুই হাতে ও দুই পায়ে মারাত্মকভাবে ফোলা জখম হয়। আমার স্বামী চিকিৎসা করতে চাইলে আসামীদ্বয় আমার স্বামীকে চিকিৎসার সুযোগ না দিয়ে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তী সময় আমি ও বাড়ির অন্যান্য সদস্য মিলে আমার স্বামীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। স্বামী শ্যামলকে এরূপ অমানুষিকভাবে মারার সঠিক ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি। এ বিষয়ে হোটেল মালিক হাসান জানান, শ্যামল আমার হোটেলের কারিগর। সোমবার বিকালে আমি কিছু ছানা ও অন্যান্য মালামাল দিয়ে মিষ্টি বানাতে বলি। এরপর সন্ধ্যায় মিষ্টি বানানো হয়েছে কি না জানতে চাইলে সব মিষ্টি বানানো হয়েছে বলে জানায় শ্যামল। এরপর জানতে পারি মিষ্টি সব বানানো হয়নি, ছানা বাইরে ফেলে দিয়েছে সে। কি কারণে ছানা ফেলে দেয়া হয়েছে জানতে চাইলে শ্যামল কোনো উত্তর দেয় না। তবে মারধরের বিষয়ে তিনি বলেন, যা কিছু হয়েছে সবই সবার সামনে হয়েছে। পচা ছানা দিয়ে মিষ্টি বানানোর বিষয়ে তিনি বলেন, উনি বাঁচার জন্য মিথ্যা ও বানোয়াট কথা লিখেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত