কেরানীগঞ্জে আট ডাকাত গ্রেপ্তার

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জে কলাতিয়ায় একটি ফ্যাক্টরি নাইট গার্ডকে বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ৪৮ ঘণ্টার মধ্যে মুল রহস্য উদ্ঘাটন, সব মালামাল উদ্ধার, আন্তঃজেলা সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। কারখানার খুয়ে যাওয়া প্রায় সাড়ে ৮২ লাখ টাকার মালামাল সর্বস্ব নিয়ে যায়।

ফ্যাক্টরি আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ তথ্যপ্রযুক্তি সহায়তায় আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সরদার হামিদুল ইসলাম, আমিনুল ইসলাম ওরফে রাজু, জাহিদ মিয়া, মনিরুল ইসলাম ওরফে রতন ড্রাইভার, আজিজুল হক আজিজ ড্রাইভার, ইসরাফি, সজল মিয়া এবং ডাকাতির মালামাল ক্রয় করার অপরাধে সাভার আশুলিয়া থেকে রাশিদা বেগম নামে এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আসাদুজ্জামান।

এসময় তিনি সাংবাদিকদের বলেন।