গাছকাটার অভিযোগে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

গাছ চুরির অভিযোগ দিনাজপুর জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, বীরগঞ্জে জেলা পরিষদে গাছকাটার অভিযোগে নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য রোকনুজ্জামান বিপ্লবের বিরুদ্ধে জেলা পরিষদের অফিস সহকারী মো. আজিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এজাহারে অভিযোগ করা হয় আসামি বিপ্লব গত সোমবার সকালে বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের সুন্দরী হাটগাছ বিদ্যুৎ অফিসের কাছাকাছি গোপালগঞ্জ থেকে কবিরাজহাট পর্যন্ত একটি রেইনট্রি একটি কড়ই গাছ অনুমতি ব্যতিরেকে কেটে ফেলেন। এ সময় আরও একটি আমগাছ ও দুটি পাকুড় গাছকাটা হয় বলে স্থানীয়রা জানান। অভিযোগ করা হয় জেলা পরিষদ কর্তৃপক্ষের কোনো ধরনের অনুমতি ছাড়াই সদস্য বিপ্লব গাছগুলো কেটে নেন। যার আনুমানিক মূল্য ধারা হয়েছে সাড়ে ৩২ হাজার টাকা।