ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামু পাবলিক লাইব্রেরিতে চুরি

রামু পাবলিক লাইব্রেরিতে চুরি

দীর্ঘ দিনের অবহেলার পাত্র হয়ে পড়েছিল উপজেলার শহিদ মিনারের সামনে অবস্থিত রামু পাবলিক লাইব্রেরি। হঠাৎ অজানা কারণে এ লাইব্রেরির সব বই উধাও হয়ে গিয়েছে। যদিও বা কর্তৃপক্ষ এটিকে চুরি হিসেবে আখ্যায়িত করছেন। দীর্ঘ ৬ থেকে ৭ বছর ধরে এটি পড়েছিল অযত্নে অবহেলায়। ২০২২ সালের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার প্রনয় চাকমা কিছুটা সংস্কার করেছিলেন, সেটিও কোনো এক কারণে বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় এক বছর পর লাইব্রেরি খুললে দেখা যায় লাইব্রেরির প্রায় দুই হাজারেরও অধিক বই উধাঁও। রামুর পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা হয় ১৯৮৪ সালের দিকে। এ বিষয়ে যোগাযোগ করলে রামুর পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবুল মনসুর বলেন, এটির সঙ্গে এলে আমাদের দীর্ঘ ২০ থেকে ২২ বছর ধরে সম্পর্ক নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত