শানখলায় পানিবন্দি পাঁচ গ্রামের মানুষ

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন। এ ইউনিয়নের গোড়ামী, শানখলা, মির্জাপুর, আব্দুল্লাহপুর ও মজলিসপুরসহ ৫ গ্রামের মানুষ পানিবন্দি। এ অবস্থায় ওই গ্রামের শত শত পরিবার দুর্ভোগে পড়েছে। ভুক্তভোগী লোকজন জানান, গত কয়েক বছর ধরে বর্ষায় বৃষ্টির পানি বেড়ে জমির ফসল তলিয়ে যায়। রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা দেয়। পানিবন্দি থাকায় দুর্ভোগ দেখা দিচ্ছে। দুর্ভোগ লাঘবে দ্রুত ভরাট হওয়া খাল পুনঃখনন করা প্রয়োজন। জলাবদ্ধতা থেকে রেহাই পেতে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শানখলা ভাঙারপাড়ে দেউন্দি-শায়েস্তাগঞ্জ সড়কে ৫ গ্রামের লোকেরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। এ সভায় বক্তব্য রাখেন সাদেক তালুকদার, সায়েম তালুকদার, আলী আহমদ, কামাল মিয়া, নসা মিয়া, জলফু মিয়া, ইমরান তরফদার, আলী হোসেন, আবু মিয়া, ইদ্রিস মিয়া, ইউনুছ আলী প্রমুখ।