কিস্তির জ্বালায় সপরিবারে বাড়ি ছাড়া ইজিবাইকচালক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে ছিনতাই হওয়া ইজিবাইকের ঋণের টাকা পরিশোধ করতে না পারায় পরিবার-পরিজন নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন ইজিবাইক চালক মমিনুর। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ইজিবাইক ক্রয় করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতেন মমিনুর। গত ১৬ জুন উপজেলার বলরামপুর বাজার সংলগ্ন রাস্তায় দিনেদুপুরে ফিল্মিস্টাইলে মমিনুরের একমাত্র সম্বল ইজিবাইকটি ছিনতাই করে নেয় একদল ছিনতাইকারী। ওই রাতেই মমিনুর বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। পরের দিন সকালে অভিযোগের তদারকি পুলিশ কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই ফেরদৌস তাকে বাড়ি থেকে থানায় ডেকে এনে খরচ বাবদ দুই হাজার টাকা দাবি করেন। অসহায় হতদরিদ্র ইজিবাইক চালক মমিনুর টাকা দিতে ব্যর্থ হওয়ায় কালীগঞ্জ থানায় অভিযোগটি ধামাচাপা পড়ে যায়। দীর্ঘ ২১ দিন পার হলেও ভুক্তভোগীর ইজিবাইকটি আজও উদ্ধার হয়নি। এদিকে ওই ইজিবাইকটি কেনার জন্য মমিনুর যেসব এনজিও থেকে ঋণ নিয়েছিল তারা এখন কিস্তির টাকা আদায়ের জন্য প্রতিনিয়ত তার বাড়ি আসতে থাকে। কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মমিনুর রাতের আঁধারে পাড়া-প্রতিবেশী আত্মীয়স্বজন কাউকে কিছু না জানিয়ে বাবা-মা, স্ত্রী ও ভাই-বোনকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। মমিনুরের কয়েকজন প্রতিবেশীর সঙ্গে এ প্রতিবেদকের কথা হলে তারা জানান, ঈদুল আজহার দুই দিন পরে সকালে উঠে দেখি ওদের বাড়িতে তালা লাগানো এবং হাঁস-মুরগি ও কবুতরও নেই।