ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঝিমিয়ে

কেশবপুরের হাসানপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা ঝিমিয়ে

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে সঠিক নেতৃত্বের অভাবে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা ঝিমিয়ে পড়েছে। গত বছর এ ইউনিয়নে বিএনপির প্রবীণ, জনপ্রিয় ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে আলমগীর হোসেনকে বিএনপির আহ্বায়ক করে কমিটি করা হয়। এরপর তিনি দলীয় কর্মকাণ্ড নিজের ইউনিয়নে না চালিয়ে পার্শ্ববর্তী বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভাণ্ডারখোলা বাজারে সীমাবদ্ধ রাখার কারণে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, কেশবপুর উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন হয়েছে গত বছরের জুন মাসে। প্রভাষক জুলমত আলীকে আহ্বায়ক, মাহবুবুর রহমান মল্লিক, আলমগীর হোসেন, ডাক্তার তবিবুর রহমান, নাসির উদ্দীন, মনিরুজ্জামান মিলন, জাহাঙ্গীর হোসেন, মাস্টার মিজানুর রহমান, আবু হাসান, আফজালুর রহমান ভুট্টোকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এর মধ্যে ২০২২ সালের ১৪ জুলাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রভাষক জুলমত আলী ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মল্লিককে দল থেকে অব্যাহতি দিয়ে আলমগীর হোসেনকে আহ্বায়ক করা হয়। এরপর থেকে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন দলীয় কর্মকাণ্ড নিজ ইউনিয়নের ভেতর না চালিয়ে পার্শ্ববর্তী বিদ্যানন্দকাটি ইউনিয়নের ভাণ্ডারখোলা বাজারে সীমাবদ্ধ রাখেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত