ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় আয়রন সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

নেত্রকোনায় আয়রন সমৃদ্ধ ধানের বীজ বিতরণ

নেত্রকোনায় জিংক ও আয়রনসমৃদ্ধ এবং উচ্চ ফলনশীল ধানের ১,২৪০ কেজি আমন বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর ও বারহাট্টা উপজেলার কৃষকদের মাঝে স্থানীয় বাসিন্দা কৃষিবিদ সারোয়ার মোরশেদ আকন্দের নিজস্ব অর্থায়নে এই বীজ বিতরণ করা হয়। সারোয়ার মোরশেদ আকন্দ জানান, দুই উপজেলার ৫৭০ জন কৃষকের মাঝে জিংক ও আয়রণ সমৃদ্ধ বিনা-২০ ও ৭ জাতের ধান বীজ ছাড়াও ব্রি হাইব্রিড-৪, ৬ এবং উচ্চ ফলনশীল জাতের ব্রি-৭৫, ৭৯, ৮৭, বিনা-৭, ১৭, ২০ ধানের বীজ বিতরণ করা হয়েছে। প্রত্যেক কৃষককে এক কেজি হাইব্রিড ও আড়াই কেজি করে উচ্চ ফলনশীল ধানের বীজ দেয়া হয় বলে তিনি জানান। তিনি বলেন, এলাকায় উন্নত জাতের ধান আবাদ বাড়াতে কৃষকদের উৎসাহিত করছি। প্রধানমন্ত্রীর আহ্বান এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। সঙ্গে উন্নত প্রযুক্তি আর উন্নত জাতের ফসল ফলানো দেশের খাদ্য নিরাপত্তা বাড়াবে। এলাকার সরকারি কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। সচেতন করার চেষ্টা করছি।

কৃষকদেরও সাড়া মিলছে। এবারের বীজ আবাদের পর এই ফলন থেকে কৃষকরা নিজেরাই বীজ সংরক্ষণ করতে পারবে; আর এভাবেই নতুন উন্নত জাতের এসব জাতের ফসলের আবাদ বাড়বে বলে তিনি আশা করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত