নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার না পাওয়ায়

ক্ষোভ ক্রেতাদের

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে মিলছে না নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার। সরকারি নতুন দাম নির্ধারণ করলেও সেই দামে মিলছে না গ্যাসের এলপিজি সিলিন্ডার। ডিলার পয়েন্ট থেকে বেশি দামে কেনা এবং সরবরাহ কমের অজুহাত দেখিয়ে অধিকাংশ দোকানে চড়া দামে বিক্রি হচ্ছে এলপিজি গ্যাস। যেখানে ১২ লিটারের এলপিজি গ্যাস সিলিন্ডার ৯৯৯ টাকায় ক্রেতার পাওয়ার কথা, সেখানে এখনো বিক্রি হচ্ছে ১ হাজার ১৫০ টাকায়। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে। গত ৩ জুলাই সন্ধ্যা থেকেই এ মূল্য কার্যকর করার কথাও বলা থাকলেও তা আজও বাস্তবায়ন হয়নি। সে কারণে ক্রেতা-বিক্রেতার মাঝে বাগবিতণ্ডা লেগেই আছে। ক্রেতা শামীম মিয়ার সঙ্গে কথা হলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গ্যাসের দাম কমে ৯৯৯ টাকা হয়েছে, কিন্তু আমার কাছে নিলো ১৫০ টাকা। তাহলে কি দাম কমানোর নামে আমাদের সঙ্গে নাটক চলছে।

অপর এক ক্রেতা হারুন-উর-রশিদ বলেন, আমর জানা মতে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের জন্য সরকার কর্তৃক নির্ধারিত মূল্য নির্ধারণ করা হয়েছে। তা সত্ত্বেও দোকানদার অতিরিক্ত দাম নিচ্ছে আমাদের কাছে। কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। পেট্রোম্যাক্স ও যমুনা এলপিজি সিলিন্ডারের ডিলার জীবন সাহা আলোকিত বাংলাদেশকে বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে ক্রয় করতে না পারলে বিক্রি করব কীভাবে। ১ হাজার ৪৫ টাকা দরে কোম্পানি আমার কাছে বিক্রি করছে। আমি তো লোকসানে বিক্রি করতে পারব না। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই-আলম বলেন, অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ আজকে আরো পেয়েছি। আজকে রাতে বাজার মনিটরিং করে দেখব। যারা অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রয় করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।