জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘স্মার্ট কর্নার’

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নরসিংদি প্রতিনিধি

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সদর রোডে জেলা কার্যালয়ে কর্নারটির উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কবির বিন আনোয়ার। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মার্ট কর্নারের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সদর রোডে জেলা কার্যালয়ে কর্নারটির উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার। এ সময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা ডাক দিয়েছেন, স্মার্ট বাংলাদেশ গঠন করতে হবে। বর্তমান যে ডিজিটাল বাংলাদেশ, তারই উন্নত রূপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। দেশের নাগরিকরা যখন স্মার্ট হবে, তখন সবই স্মার্ট হবে।’ তিনি আরো বলেন, সারা দেশে ৭৮টি স্মার্ট কর্নার চালু করা হবে। যেখানে থাকবে আওয়ামী লীগের সব নেতাকর্মীর ডাটাবেজ। সরকারের উন্নয়নমূলক সব কাজ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে স্মার্ট কর্নার বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া দল এবং সরকারবিরোধী নানা গুজব প্রতিরোধেও স্মার্ট কর্নার ভূমিকা রাখবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন কবির বিন আনোয়ার। জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেনের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম ভূঁইয়া, খায়রুল মজিদ মাহমুদ চন্দন, মমতাজ উদ্দিন ভূঁইয়া, শামসুল হক, আওয়ামী লীগ ও এর সহযোগী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।