ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’

আতঙ্কের নাম ‘কিশোর গ্যাং’

ফেনী জেলা শহরের পাড়া-মহল্লাসহ গ্রামাঞ্চলে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কিশোর গ্যাং। সবশ্রেণির মানুষের কাছে এটি এখন আতঙ্কের নাম। তাদের অত্যাচারে ভীতসন্ত্রস্ত সাধারণ মানুষ। প্রতিদিনই কোথাও না কোথাও তারা নানা অঘটন ঘটাচ্ছে। খুন, ছিনতাই, অপহরণসহ এমন কোনো অপকর্ম নেই যা তারা করছে না। আইনশৃঙ্খলা বাহিনীর নানামুখী তৎপরতার পরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কিশোর অপরাধীদের। দুয়েকটি ঘটনা প্রকাশ্যে এলে আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেপ্তার করলেও দল ভারি করতে কথিত বড় ভাইরা এসব কিশোরদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। সন্তানদের বিপথগামী হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন রয়েছেন অভিভাবকসহ সচেতন মহল। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের প্রায় প্রতিটি স্কুলেই রয়েছে কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ। তারা প্রতিদিন বিকালে পাড়ার মোড়, বিভিন্ন প্রতিষ্ঠান কিংবা বাড়ির প্রবেশমুখে দলবেঁধে অবস্থান নেয়। এর মধ্যে শহরের মিজান রোডের ফজল মাস্টার লেনের আলীয়া মাদ্রাসার নির্মাণাধীন নতুন ভবনের সামনে, শান্তি কোম্পানি রোড, ফালাহিয়া মাদ্রাসা, পাঠানবাড়ি, কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার আয়কর অফিসের আশপাশ, সালাহউদ্দিন মোড়, পুলিশ কোয়ার্টার, শাহীন একাডেমি, রামপুর, পশ্চিম উকিলপাড়া, সেন্ট্রাল হাইস্কুল, ডাক্তারপাড়া, মাস্টারপাড়া এলাকায় তাদের দৌরাত্ম্য বেশি। শুধু ছেলেরাই নয়, মেয়েদের একাধিক গ্যাংয়ের তৎপরতা এরইমধ্যে নজরে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর। সরেজমিন দেখা গেছে, শান্তি কোম্পানি সড়ক ও মিজান রোডের বিভিন্ন চা-দোকানের ভেতর কিশোরদের আড্ডাবাজি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত