ভ্যাকসিন সংকট কুকুরের কামড়ে আহত অর্ধশত

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মো. মানিক মিয়া, লৌহজং (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জলাতঙ্কের টিকা। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ। এতে জলাতঙ্কে আক্রান্ত হয়ে রোগীদের মৃত্যুঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হলেও সেখানে জলাতঙ্কের প্রতিষেধক না থাকায় চিকিৎসাসেবা পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে কুকুরের কামড়ানো রোগীদের ছুটতে প্রাইভেট হাসপাতাল ও ফার্মেসিতে। গত কয়েক দিনে উপজেলায় শিশু নারী ও বৃদ্ধসহ কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে এসেছেন ৫০ থেকে ৬০ জন। উপজেলার বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও গ্রামের মো. ইয়াসিন খান বলেন, কোরবানি ঈদের ৩ দিন পর আমাকে কুকুরে কামড় দিয়েছিল। আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শুনি এখানে ভ্যাকসিন নেই?। বাধ্য হয়ে ফার্মেসি থেকে ভ্যাকসিন দিয়েছি।