লক্ষ্মীপুরে বিধবার ঘরে দুর্ধর্ষ চুরি

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুর গ্রামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে এনায়েতপুর গ্রামের ৩ নং ওয়ার্ড বেচু মিজি নতুন বাড়ির মৃত জামাল হোসেনের বাড়ির রাহেলা বেগমের বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল দুপুরে লক্ষ্মীপুর মডেল থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিধবা রাহেলা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ জুন বোন জামাই মারা যাওয়ার পর বিধবা রাহেলা বেগম ছেলে মেয়েকে নিয়ে রাজিবপুর গ্রামে অবস্থান করেন। গতকাল দিবাগত রাতে যে কোন এক সময় চুরির ঘটনা ঘটে। এসময় দরজার তালা ভেঙে তার ব্যহৃত সাড়ে ৩ ভরি স্বর্ণ, নগদ ১ হাজার টাকাসহ ৩ লাখ ৫১ হাজার টাকা মূল্যের জিনিসপত্র নিয়ে যায়। বিধবা রাহেলা বেগম আরও জানিয়েছেন, আমি চোরকে চিনতে পেরেছি। এর আগে তারা আমার হাঁস নিয়ে গেছে, আমার স্বামীর দেয়ার স্বৃতি উদ্ধার চাই। চোরের ভয়ে আমি আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুকতেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছেন বিধবা রাহেলা বেগম। চুরির ঘটনার সত্যতা যাচাই করে অপরাধীদের আইনের আওতায় এনে বিচার ও শাস্তি দাবি করেছেন এলাকাবাসী। গতকাল এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন, লাহারকান্দি ইউনিয়নে একটি বসত ঘরে চুরির ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর তদন্ত করে চোরদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।