ধলেশ্বরী নদীতে কৃষক নিখোঁজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ার ধলেশ্বরী নদীর রাজৈর খেয়াঘাটে পারাপারের সময় নৌকা থেকে পড়ে এক কৃষক নিখোঁজ হয়েছে। ৫ ঘণ্টা চেষ্টা চালিয়েও ডুবুরিদল ওই কৃষকের মরদেহ উদ্ধার করতে পারেনি। গতকাল সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, বরাইদ ইউনিয়নের গোপালপুর বউ বাজার গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. শাজাহান মিয়া গরুর জন্য ঘাস কাটতে সকাল সাড়ে ৭টার সময় চরতিল্লির চরে যান। ঘাস কাটা শেষ করে সকাল ৯টায় খেয়া পার হওয়ার সময় তিনি মাঝ নদীতে পড়ে যান। এ সময় প্রবল স্রোতে নৌকা এদিক সেদিক কাত হতে থাকে। ফায়ার সার্ভিস শিবালয় মানিকগঞ্জের ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। তবে নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। ধারণা করা হচ্ছে মরদেহটি প্রবল স্রোতের কারণে দূরে যেতে পারে। রাজৈর খেয়াঘাটের পাটনি মো. রুবেল মিয়া বলেন, সকালে রাজৈর ঘাট থেকে ওপারে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি।