দিনাজপুর চেম্বার অব কমার্সের ১৬টি ভ্যান উপহার

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর পৌরসভার যেখানে-সেখানে আবর্জনা মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট ১৬টি ভ্যান উপহার দিল দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গত শনিবার চেম্বর ভবনের সামনে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এসব ভ্যান পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট হস্তান্তর করা হয়। এর আগে দিনাজপুর চেম্বার ভবনের হলরুমে চেম্বার নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ-সভাপতি মো. জর্জিস আনাম, পরিচালক মো. মোছাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, মো. আখতারুজ্জামান জুয়েল, সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মো. মোস্তফা কামাল মিলন, সহিদুর রহমান পাটোয়ারি মোহন প্রমুখ। পৌর কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন, মো. আবদুল হানিফ দিলন, মো. রেহাতুল ইসলাম খোকা, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, শাহিন সুলতানা বিউটি প্রমুখ। সভাপতির বক্তব্যে চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, পৌরসভার যে কোনো উন্নয়নে চেম্বার অব কমার্স অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা সবসময় চাই দিনাজপুর পৌরসভা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠুক।