সড়ক যেন মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলে যানবাহন

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় দুধনই-কলসিন্দুর সড়ক যেন মরন ফাঁদ। গর্ত খানাখন্দে পাকা রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। চার কিলোমিটার সড়কের বিভিন্ন অংশে দেখা যায় বড় বড় গর্ত আর খানাখন্দ। ছোট-বড় গাড়ি চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তার ভাঙা অংশে প্রতিনিয়তই গাড়ি উল্টে যাচ্ছে। আহত হচ্ছেন যাত্রীরা। কাশিনাথপুর গ্রামের এক পথচারী নাজমুল ইসলাম জানান, এই সড়কটি অনেকদিন ধরে খারাপ হয়ে আছে কেউ দেখে না।

অটো ড্রাইভার মজিবর বলেন, প্রায় সময় আমাদের গাড়ি উল্টে পড়ে যায়, এই রাস্তাটি সংস্কার করা খুব জরুরি।

উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে রাস্তাটি সংস্কার করা হয়। সংস্কারের এক বছর পর থেকেই বিভিন্ন স্থানে গর্ত খানাখন্দ সৃষ্টি হয়। বর্ষাকালে এই পাকা সড়কটি যেন মরণ ফাঁদে পরিণত হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, রাস্তাটি মেনটেন্যান্স স্কিমে দেওয়া হয়েছে। এ বছরের মধ্যে সংস্কার করা যাবে।