সাটুরিয়ায় অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় অপহরণের ৪ দিন পর নবম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল ভোরে তাকে ব্রাম্মণবাড়ী এলাকা থেকে উদ্ধার করে সাটুরিয়া থানা পুলিশ। এ ঘটনায় অপহরণকারী আবু সাঈমের বিরুদ্ধে নারী ও শিশু দমন আইনে মামলা হয়েছে। অভিযোগের সূত্রে জানা গেছে, সাটুরিয়া রফিক রাজু ক্যাডেট স্কুলের নবম শ্রেণির ছাত্রী গত ৬ জুলাই স্কুলে প্রাইভেট পড়ার জন্য আসে। স্কুল গেট থেকে আবু সাঈম নামে এক যুবক তাকে জোড়পূর্বক ধরে একটি সিএনজিতে তোলে নিয়ে যায় অজ্ঞাতনামা স্থানে। ওই ছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা খোঁজ করলে তাকে না পেয়ে সাটুরিয়া থানায় অভিযোগ করেন। ছাত্রীর বাবা আব্দুর রাজ্জাক হোসেন জানান, অনেকদিন থেকে আমার মেয়েকে ব্রাম্মণবাড়ী গ্রামের মো. শামীম হোসেনের ছেলে আবু সাঈম উত্ত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে স্কুলে আসা যাওয়া সময় কুপ্রস্তাব দিত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গতকাল ভোরে ব্রাম্মণবাড়ী এলাকা থেকে উদ্ধার করে। এ ঘটনায় আমি বাদী হয়ে সাটুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছি। ওই শিক্ষার্থী জানায়, আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে অপহরণ করে জোড়পূর্বক একটি বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করে বখাটে সাঈম হোসেন।