অসহায় শিক্ষার্থীদের মাঝে জেলা প্রশাসকের নগদ অর্থ বিতরণ

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নীলফামারী প্রতিনিধি

অর্থের অভাবে এই যুগে কেউ পড়াশোনা করতে পারে না এটা প্রপাগাণ্ডা ছাড়া কিছু নয়, শেখ হাসিনার আমলে এতো বেশি সাহায্য সহযোগিতা প্রতিবছর আসে তার তুলনা নেই। উপরোক্ত কথা গুলো বললেন, নীলফামারীর জেলা সমাজ সেবা অফিসার আবু বক্কর সিদ্দিক শিক্ষার্থীদের সহায়তা দান অনুষ্ঠানে। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অসহায় শিক্ষার্থীদের উপকরণ সামগ্রী ও ভর্তির জন্য নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার পরিচালক সাইফুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক তাহমিন হক ববি বিবরণে জানা যায় আটজন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে ভর্তি হতে টাকা না থাকায় জেলা প্রশাসক কার্যালয়ে দারস্থ হলে এই অর্থ বিতরণের ইচ্ছা পোষণ করে সমাজসেবা এবং জেলা প্রশাসন। অর্থ গ্রহীতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ হোসেন বলেন, আমি খুব কষ্ট করে পড়াশোনার খরচ চালাই, একদিকে অসুস্থ বাবাকে সাহায্য, অন্যদিকে নিজের পড়াশোনা সবকিছু টিউশনি করে চালাতে হয়, জেলা প্রশাসকের এ সাহায্য সহযোগিতা আমাকে অনেক উপকৃত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১২ তম স্থান অধিকারী ইফাত তাহসিন মিম বলেন, তার বাবা চাকরি জটিলতায় বেকার হয়ে পড়ে আছে, এই সাহায্য তাকে তার স্বপ্ন বাস্তবায়নের প্রথম স্তরে নিয়ে যাবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, আজকে যারা এখানে এসেছে সবাই মেধাবী, শত কষ্টে তাদের মেধা দমন হয়নি আরো বিকশিত হয়েছে, বর্তমান সরকার এ মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ-অসহায় মানুষদের চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় করছে।