ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জমে উঠেছে ভাটি এলাকার নৌকার বাজার

জমে উঠেছে ভাটি এলাকার নৌকার বাজার

জমে উঠেছে ভাটির জনপদ হাওরবেষ্টিত তাহিরপুর উপজেলার অন্যতম নৌকা কেনাবেচার কেন্দ্রস্থল কাউকান্দি বাজার। বর্ষার শুরুতেই জমজমাট ভাবে কেনাবেচা হয়ে থাকে ছোট-বড় নৌকা। নৌকা কেনার জন্য বাজারটিতে বিভিন্ন এলাকা থেকে লোজকজন ছুটে আসেন। শনি ও মঙ্গলবারে সারি সারিভাবে হরেক রকম নৌকার দেখা মিলে বাজারটিতে। প্রতি বছর উপজেলা নির্বাহী কার্যালয় থেকে ইজারা চুক্তির মাধ্যমে আনা হয় এই বাজারটি। সরকারি নিয়মনীতি আনুসারে (ডিহিভাট) এর বৌধ কাগজপত্রের মাধ্যমে বাজারের দায়িত্ব গ্রহণ করে থাকেন ইজারাদাররা। মধ্যনগর থেকে আসা নৌকা ক্রেতা হারিস মিয়া জানান, আমি প্রতি বছর কাউকান্দি বাজার থেকে নৌকা ক্রয় করে থাকি কোনো রকম জামেলা পোহাতে হয় না। এখইভাবে নৌকা বিক্রেতা সুমন মিয়া বলেন, আমি প্রতি বছর এই বাজারে সপ্তাহে দুই দিন নৌকা বিক্রয় করে সংসার খরচ বহন করি। এই নৌকা বিক্রিতে বাজারের দায়িত্বশীলরা সহযোগিতা করে থাকেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত