শালিখায় বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল উপজেলা সদর আড়পাড়া মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের ধারে এক হাজার তালগাছ ও অন্যান্য গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র গোস্বামী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক এ, কে, এম ওয়াহিদুল ইসলাম, আড়পাড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইমদাদুল ইসলাম টিকুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উদ্যোক্তরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি সারা দেশে তালগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে। কারণ উচ্চতা ও গঠন গত দিক থেকে তালগাছ বজ্রপাত নিরোধে সহায়ক। বক্তারা আরো বলেন, তালগাছ ভূমি ক্ষয়, ভূমি ধস, ভূগর্ভস্থ পানির মজুত বৃদ্ধি ও মাটির উর্বরাতা বাড়াই। উল্লেখিত প্রকল্পের অধীনে সারা দেশে ৫০টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়। প্রত্যেকটি উপজেলায় ১ হাজার করে, সারা দেশে ৫০ হাজার তালগাছ বা স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য গাছ রোপণ করা হবে বলে প্রতিষ্ঠানটি সাংবাদিকদের জানান।