সিংড়ায় স্কুল শিক্ষিকার ফোন ছিনতাই

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার পথরোধ করে নগদ টাকাসহ পার্স ও স্মার্টফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সকাল ৮টায় সিংড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী স্কুল শিক্ষিকা দিপালী খাতুন উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় সিংড়া থানায় জিডি করেছেন ভুক্তভোগী ওই স্কুল শিক্ষিকা। ভুক্তভোগী স্কুল শিক্ষিকা জানান, চাঁদপুরের অগ্রণী ব্যাংক-সংলগ্ন ভাড়া বাসা থেকে প্রতিদিনের মতো সকাল ৮টায় স্কুলের উদ্দেশে রওনা হয়ে বাংলা লিং টাওয়ারের মোড় হয়ে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ ও রাজা ড্রাইভারের বাসা সংলগ্ন গেলে ২৮ থেকে ৩০ বছরের এক যুবক আমার পথরোধ করে এবং আমার হাতে থাকা পার্স এবং পার্সের ভেতরে নগদ ১৫শ’ টাকাসহ ১৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্ট ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে আমার চিৎকারে লোকজন ছুটে আসে এবং তারাও ছিনতাইকারীর পিছু নেন। এ ঘটনায় আমি সিংড়া থানায় জিডি করেছি। আমি আইনগত ব্যবস্থা চাই। প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, চিৎকার শুনে আমরা ছিনতাইকারীর পিছু ধাওয়া করলে বাংলা লিং টাওয়ারের উত্তর দিকে পালিয়ে যায়। সিংড়া থানার এসআই নজরুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের কাছে জিজ্ঞাসা করে প্রাথমিকভাবে তথ্য নিয়েছি। ভুক্তভোগীকে থানায় জিডি করার পরামর্শ দিয়েছি।